ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয় সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দর বাজার (পুরাতন কারাগার):
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, কারা-১ শাখা এর স্মারক নং-৫৮.০০.০০০০.০৮৪.১৮.০১৪.২০১৮-৪২৯, তারিখ: ০৯/০৯/২০১৮ এর নির্দেশনা মোতাবেক সিলেট শহরের বন্দর বাজারে অবস্থিত পুরাতন কারাগারকে ‘সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দর বাজার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে উক্ত কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিরা আটক আছেন। উক্ত বন্দিদের নিরাপত্তা ও কারাগারের রক্ষণাবেক্ষণের জন্য কারা কর্মচারীগণ নিয়োজিত আছেন।
কারাগার স্থাপনঃ
(ক) স্থাপিত ----------------------------- ১৭৮৯ সাল।
(খ) কেন্দ্রীয় কারাগারে উন্নীত ----- ১৯৯৭ সাল।
জমির পরিমাণঃ
(ক) কারাভ্যন্তর -------------- ১০.৫০ একর
(খ) কারাগারের বাহির ----- ১৪.২৬ একর (তন্মধ্যে (৮৮+৩৩)=১২১ শতাংশ জমি সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক দখলকৃত)
মোট = ২৪.৭৬ একর
ধারণ ক্ষমতাঃ
(ক) পুরুষ = ১১৮৫ জন
(খ) মহিলা = ২৫ জন
মোট = ১২১০ জন।
সিলেট কেন্দ্রীয় কারাগার, বাদাঘাট (নতুন কারাগার):
২২৯ বছরের পুরাতন কারাগারে বন্দির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০০০ জন ধারণক্ষমতা সম্পন্ন এবং ভবিষ্যতে আরো ২০০০ বন্দির ধারণক্ষমতা বৃদ্ধির সুযোগ রেখে সিলেট শহরের জালালাবাদ থানার অন্তর্গত বাদাঘাট নামক স্থানে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারটি ১ নভেম্বর, ২০১৮ তারিখে শুভ উদ্বোধনের মাধ্যমে বন্দিদের অবস্থানের ক্ষেত্রে নবযুগের সূচনা হয়।
১। কারাগার স্থাপনঃ
ক) স্থাপিত------------ ২০১৮ সাল।
খ) বন্দি স্থানান্তর----- ১১ জানুয়ারি, ২০১৯ সাল।
২। প্রকল্পের বর্ণনাঃ
প্রকল্পের নাম : সিলেট কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ প্রকল্প।
বাস্তবায়ন কাল : জানুয়ারি, ২০১২ হতে জুন, ২০১৮।
প্রকল্প ব্যয় : ২২৭ কোটি টাকা (প্রায়)।
বাস্তবায়নে : কারা অধিদপ্তর ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্মাণে : গণর্পূত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তর।
৩। জমির বিবরণঃ
মোট জমির পরিমাণ : ৩০ একর মূল প্রকল্পে (পরবর্তীতে ১.৩৬ একর)।
মোট = ৩১.৩৬ একর।
ক) কারাভ্যন্তরে : ১৬ একর।
খ) কারা বহিরাংশে : ১৫.৩৬ একর।
৪। বন্দি ধারণ ক্ষমতাঃ
শ্রেণী |
হাজতী
|
কয়েদি
|
মোট
|
পুরুষ |
১৪৪০
|
৪৬০
|
১৯০০
|
মহিলা |
৭০
|
৩০
|
১০০
|
সর্বমোট |
১৫১০
|
৪৯০
|
২০০০
|
৫। জনবলঃ
ক) অনুমোদিত জনবল : ৪৫২ জন।
খ) কর্মরত জনবল : ৩৭৮ জন।
৬। মোট স্থাপনাঃ
ক) কারাভ্যন্তর : ২৭ টি।
খ) বাহির : ৩২ টি।
মোট = ৫৯ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস